সরকারি প্রতিষ্ঠানে চতুর্থ ও ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে চতুর্থ ও ষষ্ঠ গ্রেডে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলে পাঠাতে হবে।
১. পদের নাম: সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, পপুলেশন স্টাডিজ বা এ ধরনের বিষয়ে ডিগ্রি থাকতে হবে। অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে। শিক্ষকতা/ গবেষণা কাজে ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিডিএসের মান অনুযায়ী, অন্তত পাঁচটি জার্নালে প্রকাশনা থাকতে হবে। ম্যাক্রোইকোনমিকস, ইন্টারন্যাশনাল ট্রেড, ডেমোগ্রাফি ও পপুলেশন স্টাডিজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অত্যধিক দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রির শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
২. পদের নাম: রিসার্চ ফেলো (আরএফ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, পপুলেশন স্টাডিজ বা এ ধরনের বিষয়ে ডিগ্রি থাকতে হবে। অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে। শিক্ষকতা/ গবেষণা কাজে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিডিএসের মান অনুযায়ী, অন্তত দুটি জার্নালে প্রকাশনা থাকতে হবে। ম্যাক্রোইকোনমিকস, ইন্টারন্যাশনাল ট্রেড, ডেমোগ্রাফি ও পপুলেশন স্টাডিজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অত্যধিক দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রির শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে এসআরএফ পদের জন্য srfbids2023@gmail.com ঠিকানায় ও আরএফ পদের জন্য rfbids2023@gmail.com ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো প্রকাশনা ও সনদ/মার্কশিট পাঠানোর প্রয়োজন নেই। ই-মেইল পাঠানোর পর আবেদনকারীর ই-মেইলে একটি স্বয়ংক্রিয় প্রাপ্তিস্বীকারপত্র যাবে। আবেদনকারী তা দুই দিনের মধ্যে গ্রহণ না করলে আবেদনপত্রের প্রিন্ট কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
সরাসরি/ ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৩।