সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, তিন বছরের চুক্তিতে নেবে ২৫ জন

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১টি পদে মোট ২৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের সংখ্যা হ্রাস/বৃদ্দি হতে পারে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। পদগুলোর জন্য আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত।

পদের নাম ও পদ সংখ্যা

১. মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার

পদসংখ্যা: ২৫

ধরন: তিন বছর মেয়াদি চুক্তিভিত্তিক চাকরি

বেতনস্কেল: ২০১৬ সালের বেতনকাঠানো অনুযায়ী মাসিক মূল বেতন ১৪৭০০ থেকে ২৬৪৮০ টাকা। এ ছাড়া অন্য ভাতা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা:

ক) এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

খ) প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

গ) প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে।

ঘ) প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।

ঙ) প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে।

চ) গ্রাহকগণের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। ছ) প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

জ) গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে।

ঞ) পবিসে কর্মরত লাইন শ্রমিকগণ মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ট) নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০.০০ (দশ হাজার মাত্র) টাকা জমা প্রদান করতে হবে।

আরও পড়ুন

চাকরির আবেদনের বয়স

প্রার্থীর বয়স ৫ মার্চে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন।