শিপিং করপোরেশনে চাকরি, ৪ ক্যাটাগরিতে পদ ২০
বাংলাদেশ শিপিং করপোরেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিনটি অয়েল/কেমিক্যাল ট্যাংকার ও দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজে ৪ ক্যাটাগরির পদে ২০ জনকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ই–মেইলে আবেদন পাঠাতে হবে।
১. পদের নাম: মাস্টার ও চিফ ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৩ (৩+৩)
যোগ্যতা: সমুদ্রগামী জাহাজে সংশ্লিষ্ট পদে অন্তত ১২ মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন–ভাতা: ১০,০০০–১৩,৫০০ টাকা। এ ছাড়া আবাসনব্যবস্থাসহ অন্যান্য সুযোগ–সুবিধা আছে।
২. পদের নাম: মাস্টার ও চিফ ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪ (২+২)
যোগ্যতা: সমুদ্রগামী জাহাজে সংশ্লিষ্ট পদে অন্তত ১২ মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: ৮,০০০-১০,৫০০ টাকা। এ ছাড়া আবাসনব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
৩. পদের নাম: চিফ অফিসার ও সেকেন্ড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৬ (৩+৩)
যোগ্যতা: সমুদ্রগামী জাহাজে সংশ্লিষ্ট পদে অন্তত ১২ মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: ৬,৫০০-৯,৫০০ টাকা। এ ছাড়া আবাসন ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
৪. পদের নাম: চিফ অফিসার ও সেকেন্ড ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪ (২+২)
যোগ্যতা: সমুদ্রগামী জাহাজে সংশ্লিষ্ট পদে অন্তত ১২ মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: ৫,৫০০-৭,৫০০ টাকা। এ ছাড়া আবাসন ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ই–মেইলে (spdbsc@gmail.com, cc: gm spd@bsc. gov. bd) সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে https://bsc.portal.gov.bd/sites/default/files/files/bsc.portal. gov. bd/notices/03b39ec1_4caf_4d76_a5e2_2f590e896f1f/2025-02-12-11-00-937008170ca4de8f6a61e79bdaad796e.pdf জানা যাবে।
সরাসরি আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (শিপ পার্সোন্যাল), বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, পোস্ট বক্স নং-৬৪১, সল্টগোলা রোড, চট্টগ্রাম।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৫।