ঢাকায় কোরিয়ান দূতাবাসে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকায় কোরিয়ান দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই দূতাবাসে কনস্যুলার বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।

  • পদের নাম: কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বাংলা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ ও মৌখিক ভাষান্তরের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কোরিয়ান ভাষা ও সংস্কৃতি জানা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
    বেতন: উল্লেখ নেই

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর তা প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। খামের ওপর ‘Application for CONSULAR ASSISTANT’ লিখতে হবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কনস্যুল, অ্যাম্বাসি অব দ্য রিপাবলিক অব কোরিয়া, ৪ মাদানি অ্যাভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২।

আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৩।