কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন লাখের বেশি

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: গ্র্যাজুয়েশন টেকনিক্যাল সাপোর্ট কো–অর্ডিনেটর (হেলথ, হাইজিন, নিউট্রিশন অ্যান্ড সাইকোসোশ্যাল কাউন্সেলিং)
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: নিউট্রিশন বা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে সাইকোসোশ্যাল কাউন্সেলিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রফেশনাল/ টেকনিক্যাল ট্রেনিং থাকতে হবে। জাতীয়/ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা জাতিসংঘের কোনো এজেন্সিতে সমপদে অন্তত ছয় বছরের (নারীদের জন্য চার বছর) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, পুষ্টি ও মনোসামাজিক কাউন্সেলিং সেশনের প্রশিক্ষণের সামগ্রী, মডিউল তৈরিতে অভিজ্ঞ হতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ১,০০,৭৬৯ থেকে ১,২২,৪৮৫ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৩।