২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ৩৯

নৌবাহিনীর লোগো

বাংলাদেশ নৌবাহিনীর কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নিউ মুরিং, চট্টগ্রামের অধীনে বেসামরিক কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

  • ১. পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড–২)
    পদসংখ্যা: ১ (অটো ইলেকট্রিক মেকানিক)
    যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা।
    বেতন: ৯ হাজার ৩০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

  • ২. পদের নাম: স্কিল্ড গ্রেড
    পদসংখ্যা: ৭ (ডিজেল ফিটার–১, গ্যাস কাটার–১, ইলেকট্রনিক্স–৪ ও ইলেকট্রনিক্স/রেডিও মেকানিক–১)
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ। অথবা এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।
    বেতন: ৯ হাজার টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

  • ৩. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড–১)
    পদসংখ্যা: ৯ (ওয়েল্ডার–১, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার–১, মেশিনিস্ট/টার্নার–১, ফ্রিজ মেকানিক–১, অটোমোবাইল–১, মেকানিক্যাল ফিটার–১, ইলেকট্রনিক্স/রেডিও মেকানিক–১, ডিজেল ফিটার–১ ও প্লেটার–১)
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
    বেতন: ৮ হাজার ৮০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন
  • ৪. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-২)
    পদসংখ্যা: ৯ (কার্পেন্টার–১, ওয়েল্ডার-১, পেইন্টার–১, ইলেকট্রিশিয়ান–৩, ডিজেল ফিটার–২ ও মেশিনিস্ট–১)
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেটধারী। অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাস।
    বেতন: ৮ হাজার ৫০০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।

  • ৫. পদের নাম: অদক্ষ শ্রমিক
    পদসংখ্যা: ১৩
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস (যেকোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)।
    বেতন: ৮ হাজার ২৫০ টাকা। প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে।
    বয়স: প্রার্থীদের বয়স ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের প্রার্থিত পদের জন্য কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সব সনদের মূল কপিসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট/পে–অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (সঞ্চয়ী হিসাব নম্বর ০০২৯-০৩১০০০২১১৫ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, নেভাল বেইস শাখা, চট্টগ্রাম)–এর অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

নির্বাচনী পরীক্ষার কেন্দ্র: নেভি হাসপাতাল গেট (বানৌজা ঈসা খান), নিউমুরিং, চট্টগ্রাম।

নির্বাচনী পরীক্ষার তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৪, সকাল সাড়ে আটটা।