ওয়ান ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদন
বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ডিভিশনে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ডিভিশন (এডিএমডি/ডিএমডি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ২.৫০–এর নিচে গ্রহণযোগ্য নয়। সিএ/এসিসিএ/সিআইএমএ/সিএমএ/সিএসএএ/সিআইএসএ/সিএফএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক কোম্পানিস অ্যাক্ট, মার্কেট রিস্ক, ইসলামিক ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ট্রেড ফিন্যান্স, জেনারেল ব্যাংকিং ও ফান্ড ম্যানেজমেন্ট বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। ইংরেজি রিপোর্ট লেখায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৪।