অক্সফামে ঢাকার বাইরে চাকরি, বছরে বেতন ১৪ লাখ ৬২ হাজার
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ওয়াশ সেক্টরে সিনিয়র প্রোগ্রাম অফিসার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার—পিএইচপি (ওয়াশ সেক্টর)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ওয়াশ/কমিউনিটি এনগেজমেন্ট বিশেষ করে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, কমিউনিটি ডেভেলপমেন্ট স্টাডিজ, এমপিএইচ, পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ/ওয়াশ প্রোগ্রামিংয়ে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইমার্জেন্সি প্রোগ্রামে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণাক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা ক্লিনিং ও ডাটা অ্যানালাইসিসসহ ইংরেজিতে রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ১৪ লাখ ৬২ হাজার ৩২৬ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সঙ্গী-সন্তানসহ কর্মীর চিকিৎসাসুবিধা, ছুটি ও বিমার সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৫।