বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৭১ হাজার

মডেল: নুসরাত ও সিফাতছবি: খালেদ সরকার

পরিবেশবাদী বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সুনামগঞ্জে প্রজেক্ট অফিসার—ইনক্লুসিভ এসআরএম পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট অফিসার—ইনক্লুসিভ এসআরএম

পদসংখ্যা: ১

যোগ্যতা: ন্যাচারাল রিসোর্স গভর্ন্যান্স, সমাজবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স, বিজনেস স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ওয়াটার গভর্ন্যান্স বা ন্যাচারাল রিসোর্স গভর্ন্যান্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণ ও ওয়ার্কশপ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: সুনামগঞ্জ

বেতন: মাসিক বেতন ৭১,৬৬২ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। একই লিংকে ছবি, স্বাক্ষর, কাভার লেটার, দুটি রেফারেন্সসহ সিভি আপলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫।