বিদেশি সংস্থায় চাকরি, বেতন সর্বোচ্চ ২৮ লাখ ২৯ হাজার

এআই দিয়ে তৈরি

আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি গ্লোবাল প্রোগ্রাম ফিন্যান্স কো–অর্ডিনেটর পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: গ্লোবাল প্রোগ্রাম ফিন্যান্স কো-অর্ডিনেটর

পদসংখ্যা:

আরও পড়ুন

যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর মিড–সিনিয়র পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিন্যান্স টিম ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রদেয় এবং প্রাপ্য হিসাব–সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। আর্থিক এবং অ-আর্থিক প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে। যুক্তরাজ্যের আর্থিক নীতি, পদ্ধতি এবং ব্যবস্থা বাস্তবায়নের অভিজ্ঞতা থাকলে ভালো। এমএস এক্সেল ও ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

কর্মস্থল: বাংলাদেশ। হোম অফিসের সুযোগ আছে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক

বেতন: ১৬ হাজার থেকে ১৮ হাজার পাউন্ড (২৫,১৪,৯৫৮ থেকে ২৮,২৯,৩২৮ টাকা প্রায়) (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ (এক পৃষ্ঠা) সিভি Recruitment@muslimaid.org ঠিকানায় ই–মেইল করতে হবে। ই–মেইলের সাবজেক্টে ‘গ্লোবাল প্রোগ্রাম ফিন্যান্স কো-অর্ডিনেটর’ লিখতে হবে। মুসলিম এইডের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৫।

আরও পড়ুন