রেশম উন্নয়ন বোর্ডে চাকরি, তিন ক্যাটাগরিতে পদ ৫০
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১৬ ও ১৮তম গ্রেডে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৭
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ১ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. পদের নাম: এক্সপার্ট প্ল্যান্টার
পদসংখ্যা: ২৬
যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বয়স: ১ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৩. পদের নাম: এক্সপার্ট রিয়ারার
পদসংখ্যা: ১৭
যোগ্যতা: জীববিজ্ঞান বা কৃষিবিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বয়স: ১ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা রেশম উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ এপ্রিল থেকে ৪ মে ২০২৫।