বিজিবিতে অসামরিক পদে বড় নিয়োগ, নেবে ৩০৩ জন

প্রতীকী ছবি: প্রথম আলো

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিক অসামরিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বাহিনীতে অসামরিক ৩৬ ক্যাটাগরির পদে ৩০৩ কর্মী নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া পদ্ধতি অনুযায়ী টেলিটক প্রি–পেইড মুঠোফোন থেকে খুদে বার্তার মাধ্যমে নিবন্ধন করতে হবে।

  • ১. পদের নাম: ইমাম/আরটি (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: ফাজিল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম–অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ২. পদের নাম: অফিস সহকারী (পুরুষ)
    পদসংখ্যা: ১৯
    যোগ্যতা: অন্যূন জিপিএ ২.৫০ নিয়ে এইচএসসি বা সমমান পাস। অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। কম্পিউটারে টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৩. পদের নাম: মিডওয়াইফ (নারী)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৪. পদের নাম: সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৫. পদের নাম: গ্রিজার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
  • ৬. পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড–৩ (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার বা ইলেকট্রনিকস বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিসহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৭. পদের নাম: কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪ (পুরুষ)
    পদসংখ্যা: ২৭
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ২.৫০ নিয়ে এইচএসসি বা সমমান পাস এবং জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বা ইলেকট্রনিকস বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৮. পদের নাম: সহকারী কিউরেটর (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন জিপিএ ২.৫০ নিয়ে এইচএসসি বা সমমান পাস এবং জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৯. পদের নাম: ড্রাফটসম্যান (পুরুষ)
    পদসংখ্যা: ১৭
    যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ১০. পদের নাম: বয়লার অপারেটর (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ১১. পদের নাম: এসি মেকানিক (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসি রক্ষণাবেক্ষণ বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ১২. পদের নাম: সহকারী ইএম টেকনিশিয়ান (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। ইলেকট্রনিকস বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সরকার স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ভকেশনাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস কোর্স সনদ ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ১৩. পদের নাম: সহকারী আইএম টেকনিশিয়ান (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। ইলেকট্রনিকস ও অপটিক্যাল ইলেকট্রিসিটি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা ভকেশনাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস কোর্স সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ১৪. পদের নাম: সহকারী ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। কোনো যানবাহন ওয়ার্কশপে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্সসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ১৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান (পুরুষ)
    পদসংখ্যা: ৬৪
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ১৬. পদের নাম: কম্পাউন্ডার কাম ড্রেসার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পেশাগত সনদপত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ১৭. পদের নাম: ক্যাটালগার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ১৮. পদের নাম: ইলেকট্রোমেডিকেল টেকনিশিয়ান (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ১৯. পদের নাম: যানবাহনচালক (হালকা লাইসেন্সধারী) (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ২০. পদের নাম: যানবাহনচালক (ল্যান্সনায়েক সমমান) (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ২১. পদের নাম: যানবাহনচালক (সিপাহী সমমান) (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ২২. পদের নাম: জলযান মেকানিক/ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ২৩. পদের নাম: সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ ৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস। নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ২৪. পদের নাম: ইউএসএম (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। কর্মঠ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ২৫. পদের নাম: ওয়েল্ডার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেশাগত কাজের সনদপত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ২৬. পদের নাম: টেইলর (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ২৭. পদের নাম: পেইন্টার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেশাগত কাজের সনদপত্রসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ২৮. পদের নাম: কার্পেন্টার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ২৯. পদের নাম: প্লাম্বার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৩০. পদের নাম: ফিটার গ্যাস (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৩১. পদের নাম: বুট মেকার (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ৩২. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৩৩. পদের নাম: ওয়ার্ড বয় (পুরুষ)
    পদসংখ্যা:
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৩৪. পদের নাম: বাবুর্চি (পুরুষ)
    পদসংখ্যা: ৬৩
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

আরও পড়ুন
  • ৩৫. পদের নাম: মালি (পুরুষ)
    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

  • ৩৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
    পদসংখ্যা: ১৬
    যোগ্যতা: জেএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা আছে।

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার।

  • বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ইঞ্চি ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ৩০ থেকে ৩২ ইঞ্চি। উভয় ক্ষেত্রে সম্প্রসারণ কমপক্ষে দুই ইঞ্চি।
    ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি। নারী প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি। তবে বয়স ও উচ্চতার ওপর ভিত্তি করে ওজন কম/বেশি হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

আরও পড়ুন

বয়স
সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ২০২৩ সালের ৩১ মার্চ ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

নিবন্ধনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের যেকোনো টেলিটক নম্বর থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ট্রেড কোড, এসএসসি ও এইচএসসির বোর্ড কোড, জেলা কোড, উপজেলার নাম, বীর মুক্তিযোদ্ধা কোড ব্যবহার করে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এসএমএস পাঠানোর নিয়ম বিজিবির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে। এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যেকোন মুঠোফোন থেকে ০১৭৬৯–৬০০৮৯৮ নম্বরে অথবা টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বরে কল করা যাবে।

ভর্তির স্থান ও তারিখ: নিবন্ধিত প্রার্থীদের ভর্তির স্থান ও তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

আবেদন ফি
প্রার্থীদের পিন নম্বর প্রাপ্তির পর আবেদন ফি বাবদ ইমাম, অফিস সহকারী, কার্পেন্টার, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩, সহকারী কিউরেটর, ড্রাফটসম্যান, কম্পাউন্ডার কাম ড্রেসার, যানবাহনচালক (হালকা লাইসেন্সধারী), যানবাহনচালক (ল্যান্সনায়েক সমমান), জলযান মেকানিক/ডব্লিউসি টেকনিশিয়ান পদের  জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১০ টাকাসহ মোট ২১০ টাকা এবং মিডওয়াইফ, সহকারী ওবিএম ড্রাইভার, গ্রিজার, ওয়েল্ডার, টেইলর, পেইন্টার, প্লাম্বার, ফিটার গ্যাস, বুটমেকার, অফিস সহায়ক, ওয়ার্ড বয়, বাবুর্চি, মালি, পরিচ্ছন্নতাকর্মী, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪, বয়লার অপারেটর, এসি মেকানিক, সহকারী ইএম টেকনিশিয়ান, সহকারী আইএম টেকনিশিয়ান, সহকারী ভিএম, ইলেট্রিশিয়ান, ক্যাটালগার, ইলেক্ট্রো মেডিকেল টেকনিশিয়ান, যানবাহনচালক (সিপাহী সমমান), সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান ও ইউএসএম পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১০ টাকাসহ মোট ১১০ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ
নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল, লিখিত, ব্যবহারিক, মৌখিক এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ভেতর থেকে মেধাতালিকা মোতাবেক বরাদ্দকৃত কোটা অনুযায়ী শুধু নির্বাচিত প্রার্থীদের এইচবিএস এজি, ডোপ টেস্ট, ফাস্টিং সুগার, এইচবিএ১সি, এন্টি এইচসিভি ও সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষার জন্য বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকায় পাঠানো হবে। রক্ত পরীক্ষায় স্বাভাবিক ফলাফল প্রাপ্ত প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।

ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে

  • শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

  • সংশ্লিষ্ট বিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক অষ্টম শ্রেণি/এসএসসি/সমমান পাসের মূল প্রশংসাপত্রসহ সত্যায়িত ছায়াকপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে।

  • অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতি সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি (চেয়ারম্যান/পৌরসভার ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত)।

  • সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

  • ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের নিকট থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

  • প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

আরও পড়ুন
  • সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (এক কপি ছবি ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ছাড়া)।

  • বিবাহিত/অবিবাহিত–সম্পর্কিত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি। বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে কাবিননামার মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি ও স্বামী-স্ত্রীর রঙিন থ্রিআর সাইজের দুই কপি যুগল ছবি যা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত হতে হবে।
    জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

বিজিবির ওয়েবসাইটের ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড করে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।

নিবন্ধনের শেষ সময়: ৭ ডিসেম্বর ২০২২।