প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৯
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রস্তুতি নেওয়ার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ২৯তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১. সংবিধানের কোন সংশোধনকে ‘সংবিধানের প্রথম বিকৃতি’ বলে আখ্যায়িত করা হয়?
ক) পঞ্চম সংশোধন
খ) চতুর্থ সংশোধন
গ) তৃতীয় সংশোধন
ঘ) দ্বিতীয় সংশোধন
২. দেশের কোনো এলাকাতেই ভোটার হননি, এমন ব্যক্তি সংসদ নির্বাচনে—
ক) সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
খ) কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
গ) আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
ঘ) নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
৩. কবে বাংলাদেশে শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়?
ক) ১৯৯০ সালের ৩ আগস্ট
খ) ১৯৯০ সালের ৩ জুলাই
গ) ১৯৯০ সালের ৩ মে
ঘ) ১৯৯০ সালের ৩ এপ্রিল
৪. ‘শেখ রাসেল দিবস’ কবে পালিত হয়?
ক) ১৫ অক্টোবর
খ) ১৬ অক্টোবর
গ) ১৭ অক্টোবর
ঘ) ১৮ অক্টোবর
৫. ‘এই জানোয়ারকে হত্যা করতে হবে’ কার আঁকা একটি পোস্টার?
ক) রফিকুন্নবী
খ) এস এম সুলতান
গ) কামরুল হাসান
ঘ) জয়নুল আবেদীন
৬. মণিপুরের রাজধানী নাম কী?
ক) শিলং
খ) ইটানগর
গ) ইম্ফল
ঘ) আইজল
৭. সুইডেনের মুদ্রার নাম কী?
ক) পাউন্ড
খ) ক্রোনা
গ) ডলার
ঘ) পেসো
৮. বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে?
ক) নিউইয়র্ক
খ) রোম
গ) লন্ডন
ঘ) জেনেভা
৯. ‘জেনেভা কনভেনশন’ কত সালে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৭ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫৪ সালে
১০. ওআইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
১১. আফ্রিকান কোন দেশে চীন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ক) তাঞ্জানিয়া
খ) জিবুতি
গ) উগান্ডা
ঘ) অ্যাঙ্গোলা
১২. মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় কোথায় অবস্থিত ছিল?
ক) বৈদ্যনাথতলা
খ) মেহেরপুর
গ) কলকাতা
ঘ) ঢাকা
১৩. ‘বাফা’ কী নিয়ে কাজ করে?
ক) সংস্কৃতি
খ) পরিবেশ
গ) ঔষধ
ঘ) আবাসন
১৪. ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ গানের মূল গায়ক কে?
ক) হাসন রাজা
খ) শাহ আবদুল করিম
গ) আবদুল আলীম
ঘ) আব্বাসউদ্দীন
১৫. কোনটি ভূমধ্যসাগরীয় দ্বীপ?
ক) জিব্রাল্টার
খ) তিউনিশিয়া
গ) মাল্টা
ঘ) আলবেনিয়া
১৬. অক্টোবর বিপ্লবে কে নেতৃত্ব দিয়েছিলেন?
ক) কার্ল মার্কস
খ) ফ্রেডরিক এঙ্গেলস
গ) ভি আই লেলিন
ঘ) মাও সে তুং
১৭. রোজ গার্ডেন বাংলাদেশের একটি—
ক) ঐতিহাসিক ভবন
খ) রাষ্ট্রীয় অতিথিশালা
গ) উদ্ভিদ উদ্যান
ঘ) আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র
১৮. ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি কে পরিচালনা করেন?
ক) শ্যাম বেনেগাল
খ) রবীন্দ্র ত্রিবেদী
গ) রাজকুমার হিরানী
ঘ) মৃণাল সেন
১৯. BTPT–এর পূর্ণরূপ কোনটি?
ক) Bangladesh Training for Primary Teachers
খ) Basic Training for Primary Teachers
গ) Basically Teachers for Primary Training
ঘ) Background Training for Primary Teachers .
২০. ডিপিই প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৮১
খ) ১৯৮২
গ) ১৯৮৩
ঘ) ১৯৮৪
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৯-এর উত্তর
১. ক। ২. খ। ৩. ক। ৪. ঘ। ৫. গ। ৬. গ। ৭. খ। ৮. ক। ৯. গ। ১০. খ।
১১. খ। ১২. গ। ১৩. ক। ১৪. গ। ১৫. গ। ১৬. গ। ১৭. ক। ১৮. ক। ১৯. খ। ২০. ক।