বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিভিল সার্ভিসের মধ্যে কোন চাকরি বেছে নেবেন?

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য আগে যাঁরা মৌখিক পরীক্ষা দিয়ে সফল হয়েছেন, তাঁদের অভিজ্ঞতা প্রথম আলোয় প্রকাশ করা হচ্ছে। নিয়মিত আয়োজনের আজ ১৩তম পর্বে মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা জানিয়েছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন আবু তালেব সুরাগ।

আবু তালেব সুরাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম ও স্নাতকোত্তরেও প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। বিসিএসসহ পরপর তিনটি সরকারি চাকরিতে সুপারিশপ্রাপ্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ রাবার বোর্ডে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কর্মরত।

আরও পড়ুন
আরও পড়ুন

৪৩তম বিসিএস ছিল আবু তালেব সুরাগের প্রথম বিসিএস। ভাইভা বোর্ডে ক্রমিক ছিল শেষের দিকে। প্রথম পছন্দ ছিল পররাষ্ট্র ক্যাডার, দ্বিতীয় প্রশাসন ক্যাডার ও তৃতীয় সাধারণ শিক্ষা ক্যাডার। প্রায় ২৫ মিনিট মৌখিক পরীক্ষা হয় তাঁর। ২৩টি প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ১৭টির মতো ভালোভাবে দিতে পারেন।

আবু তালেব সুরাগের যেহেতু প্রথম পছন্দ ছিল পররাষ্ট্র ক্যাডার, তাই ভাইভায় প্রায় সব প্রশ্ন ইংরেজিতে করা হয়। তিনিও উত্তর দেন ইংরেজিতে। কোয়ালিটি হেলথ সম্পর্কে এবং ফুড সিকিউরিটি ও ফুড সেফটির মধ্যে পার্থক্য জানতে চাওয়া হয়। তিনি উত্তরে বলেন, কোয়ালিটি হেলথ বলতে বোঝায় গুণগত স্বাস্থ্য ও সেবা। আর ফুড সিকিউরিটি হলো সবার জন্য খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা আর ফুড সেফটি হলো নিশ্চিতকৃত সেই খাদ্য, যেন সবাই নিশ্চিন্তে জীবাণুমুক্ত অবস্থায় পেতে পারে।

শতকরা কত ভাগ বনায়ন থাকা জরুরি? আমাদের কত ভাগ আছে এবং এর নেগেটিভ প্রভাব কী? এর উত্তরে আবু তালেব বলেন, ‘শতকরা ২৫ ভাগ বন থাকা উচিত। কিন্তু আমাদের প্রায় ১৭ ভাগ বনায়ন বিদ্যমান। কম থাকায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় পড়তে হচ্ছে।’

আরও পড়ুন

যেহেতু আপনার রেজাল্ট অনেক ভালো। শিক্ষায় আপনাকে দরকার, আপনাকে যদি সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশ করা হয়, আপনি এমন কী উদ্যোগ নেবেন, যা পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের উচ্চশিক্ষার মানে বৈষম্য কমাবে? আবু তালেব বলেন, ‘উত্তরে কিছু উদ্যোগের কথা বলেছি, স্যার সন্তুষ্ট হন। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে নজর দেওয়া, স্নাতক সমমান ডিগ্রি কলেজকেন্দ্রিক করে বিশ্ববিদ্যালয়কে পিএইচডি বা উচ্চতর গবেষণার জন্যে গড়ে তোলা ইত্যাদি বলেছিলাম।’

ইথিকাল হ্যাকিং কী? এটি কীভাবে কাজে লাগানো যায়? উত্তরে আবু তালেব বলেছিলেন, ইথিকাল হ্যাকিং হলো ইতিবাচক হ্যাকিং। এটি এক প্রকার ভালো হ্যাকিং বা উদ্ধারমূলক হ্যাকিং কার্যক্রম। যেমন কোনো বড় কোম্পানির গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা ই–মেইল নষ্ট বা হারিয়ে গেলে ইথিকালি হ্যাকিং করে বিপদ থেকে পুনরুদ্ধার করা যায়।

আরও পড়ুন

শিক্ষা ক্যাডার বিসিএস পছন্দক্রমে এত আগে দেওয়ার কারণ কী? এর উত্তরে বলেন, ‘আমার একাডেমিক রেকর্ড ফলাফল ও শিক্ষকতার প্রতি প্রবল আকর্ষণের কথা বলেছিলাম। এ ছাড়া একজন আমলার চেয়েও শিক্ষকদের বেশি মেধাবী হওয়া জরুরি এবং মেধাবীদের শিক্ষকতায় আসা বেশি দরকার। আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে আমার দুটি গবেষণা প্রবন্ধও প্রকাশিত হয়েছে।’

আপনি তো বর্তমানে সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে আছেন, বিসিএস কেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, সামাজিক মর্যাদা, আরও বড় পরিসরে নিজেকে প্রমাণ করা ও কাজ করার সুযোগ ইত্যাদি কারণে বিসিএসে আসা।

আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিভিল সার্ভিস—এ দুটি চাকরির মধ্যে যেকোনো একটি চাকরি বেছে নিতে বললে কোনটি নেবেন এবং কেন? উত্তরে বলেছিলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, নিয়োগ, যোগদান ইত্যাদি সময়সাপেক্ষ ও অনিশ্চিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়েও সিভিল সার্ভিসে মেধার গুরুত্ব অনেক বেশি দেয়। তাই কেউ পরিশ্রম করলে ও ভাগ্য সহায় হলে সিভিল সার্ভিসে যোগ্যরাই সুযোগ পান।

আরও পড়ুন