সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১৩
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো—
১.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে কোন সশস্ত্র গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন?
ক. হায়াত তাহরির আল-শাম
খ. হিজবুল্লাহ
গ. হুতি
ঘ. হামাস
উত্তর: গ. হুতি
২.
চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ‘ডিপসিক’–এর প্রতিষ্ঠাতা—
ক. লেই জুন
খ. রেন জেংফেই
গ. জ্যাক মা
ঘ. লিয়াং ওয়েনফেং
উত্তর: ঘ. লিয়াং ওয়েনফেং
৩.
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে ৫০ লাখ টন এলএনজি সরবরাহ করবে কোন মার্কিন প্রতিষ্ঠান?
ক. আর্জেন্ট এলএনজি
খ. কুইক এলএনজি
গ. শেভরন
ঘ. নেক্সটএরা এনার্জি
উত্তর: ক. আর্জেন্ট এলএনজি
৪.
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ১৩ বিদেশি শান্তিরক্ষীকে হত্যা করেছে কোন বিদ্রোহী সংগঠন?
ক. বোকো হারাম
খ. আবু সায়াফ গ্রুপ
গ. এম২৩
ঘ. এলআরএ
উত্তর: গ. এম২৩
৫.
অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন—
ক. জ্যানিক সিনার
খ. আলেকজান্ডার জাভেরেভ
গ. নোভাক জোকোভিচ
ঘ. কার্লোস আলকারাজ
উত্তর: ক. জ্যানিক সিনার
৬.
‘গালফ অব মেক্সিকো’ কোন মহাসাগরে অবস্থিত?
ক. ভারত মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. আর্কটিক মহাসাগর
ঘ. আটলান্টিক মহাসাগর
উত্তর: ঘ. আটলান্টিক মহাসাগর
৭.
যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেট ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. মিশিগান
খ. নিউইয়র্ক
গ. টেক্সাস
ঘ. ক্যালিফোর্নিয়া
উত্তর: খ. নিউইয়র্ক
৮.
নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক—
ক. জ্যানেট পেট্রো
খ. ক্যাথরিন স্যুলিভান
গ. ফ্রানজেস্কা এইচ বেকার
ঘ. তাওনিয়া প্লাম্মার
উত্তর: ক. জ্যানেট পেট্রো
৯.
বাংলাদেশে প্রথমবারের মতো ‘কৃষক দিবস’ উদ্যাপন হবে—
ক. ৩১ জানুয়ারি
খ. ৩০ জানুয়ারি
গ. ২ ফেব্রুয়ারি
ঘ. ৩ মার্চ
উত্তর: খ. ৩০ জানুয়ারি
১০.
জুলাই গণ–অভ্যুত্থানের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
ক. বরিশাল বিশ্ববিদ্যালয়
খ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর: গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১১.
বাংলাদেশের বাজারে ছাড়া শরিয়াহভিত্তিক ইসলামী বন্ড—
ক. সুকুক
খ. নাকদি
গ. আল বুরসাহ্
ঘ. মুদারাবা
উত্তর: ক. সুকুক
১২.
বাংলাদেশ-ভারত মধ্যবর্তী ‘চৌকা সীমান্ত’ কোন জেলায় অবস্থিত?
ক. নওগাঁ
খ. ব্রাহ্মণবাড়িয়া
গ. দিনাজপুর
ঘ. চাঁপাইনবাবগঞ্জ
উত্তর: ঘ. চাঁপাইনবাবগঞ্জ
১৩.
আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর কতটুকু দূরত্বের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে উভয় দেশের সম্মতির প্রয়োজন হয়?
ক. ১৫০ গজ
খ. ২০০ গজ
গ. ২৫০ গজ
ঘ. ৩৫০ গজ
উত্তর: ক. ১৫০ গজ
১৪.
২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার—
ক. ট্রাভিস হেড
খ. যশপ্রীত বুমরা
গ. ওয়ানিন্দু হাসারাঙ্গা
ঘ. জো রুট
উত্তর: খ. যশপ্রীত বুমরা
১৫. গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২৪-এ ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান—
ক. ৭২তম
খ. ৫১তম
গ. ৮৩তম
ঘ. ৯০তম
উত্তর: গ. ৮৩তম
১৬. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. বগুড়া
গ. রংপুর
ঘ. যশোর
উত্তর: ক. কুমিল্লা
১৭.
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’–এর চূড়ান্ত তালিকায় পুরস্কারপ্রাপ্ত লেখক—
ক. ৬ জন
খ. ৭ জন
গ. ৯ জন
ঘ. ১০ জন
উত্তর: খ. ৭ জন
১৮.
বাংলাদেশের প্রথম সেনাপ্রধান—
ক. খালেদ মোশাররফ
খ. কে এম শফিউল্লাহ
গ. জিয়াউর রহমান
ঘ. এ টি এম হায়দার
উত্তর: খ. কে এম শফিউল্লাহ
১৯.
‘দ্য আর্ট অব ওয়ার’ গ্রন্থের লেখক—
ক. কার্ল ভন ক্লজউইৎস
খ. সান জু
গ. মার্শাল ম্যাকলুহান
ঘ. থুসিডাইডিস
উত্তর: খ. সান জু
২০.
ঐতিহাসিক ‘গণ–অভ্যুত্থান দিবস’ পালিত হয়—
ক. ২ আগস্ট
খ. ৭ নভেম্বর
গ. ৩১ জানুয়ারি
ঘ. ২৪ জানুয়ারি
উত্তর: ঘ. ২৪ জানুয়ারি
লেখক: শিক্ষার্থী