নতুন নিয়োগ বিধিমালার পর এটিইও পদের স্থগিত হওয়া বিজ্ঞপ্তির কী হবে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে আবেদনের যোগ্যতা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটি প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের নতুন নিয়োগ বিধিমালা-২০২৩-এ স্পষ্ট করা হয়েছে। তবে এটিইও পদে যাঁরা শিক্ষকতার কম অভিজ্ঞতা নিয়ে আবেদন করেছেন, তাঁদের দুশ্চিন্তা এখনো কাটছে না।
নতুন নিয়োগ বিধিমালা অনুযায়ী, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য প্রাথমিকের সহকারী শিক্ষকদের কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রধান শিক্ষকদের কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু এটিইও পদের যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তখন দুই বছরের কম অভিজ্ঞ সহকারী শিক্ষকেরাও আবেদনের সুযোগ পেয়েছেন। প্রাথমিকে নতুন যোগদান করা সহকারী শিক্ষকদেরও আবেদন গৃহীত হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে আবেদনকারী প্রাথমিকের একজন সহকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এটিইও পদে অনেক দিন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল না। দীর্ঘদিন পর গত জুনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। কিন্তু ১৫৯টি পদের নিয়োগ নিয়ে যেন নাটকের শেষ নেই। প্রথমে বলা হলো আবেদন করতে কোনো অভিজ্ঞতা লাগবে না। তারপর বলা হলো আবেদন করতে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। আবার নতুন নিয়োগ বিধিমালায় বলা হচ্ছে, আবেদন করতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা লাগবে। তাহলে আমার মতো যাঁরা দুই বছরের কম অভিজ্ঞতা নিয়ে আবেদন করেছেন, তাঁদের আবেদনের টাকা কি এখন ফেরত দেওয়া হবে?
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ বছর ধরে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আবুল কাশেম। তিনি প্রথম আলোকে বলেন, নতুন নিয়োগ বিধিমালা অনুযায়ী, এটিইও পদে ৮০ শতাংশ নিয়োগ হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে। বাকি ২০ শতাংশ পদে নিয়োগ পাবেন সাধারণ প্রার্থীরা। যাঁদের কোনো অভিজ্ঞতাই লাগবে না। কিন্তু শিক্ষকদের লাগবে ১০ বছরের অভিজ্ঞতা। এমন অদ্ভুত নিয়ম হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় কেন আসবেন বা যাঁরা আসছেন, তাঁরা থাকবেনই–বা কেন?
২৬ জুন ১৫৯ জন এটিইও নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনলাইনে আবেদনের সময় শেষ হওয়ার এক দিন আগে হঠাৎ নিয়োগ কার্যক্রম স্থগিত করে পিএসসি। সে সময় পিএসসি থেকে প্রথম আলোকে বলা হয়েছিল, আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে অভিজ্ঞতার ক্ষেত্রে নিয়োগবিধির সঙ্গে অসামঞ্জস্যের কারণে অনলাইনে আবেদন আপাতত স্থগিত করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ বছর ধরে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আবুল কাশেম। তিনি প্রথম আলোকে বলেন, নতুন নিয়োগ বিধিমালা অনুযায়ী, এটিইও পদে ৮০ শতাংশ নিয়োগ হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে। বাকি ২০ শতাংশ পদে নিয়োগ পাবেন সাধারণ প্রার্থীরা। যাঁদের কোনো অভিজ্ঞতাই লাগবে না। কিন্তু শিক্ষকদের লাগবে ১০ বছরের অভিজ্ঞতা। এমন অদ্ভুত নিয়ম হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় কেন আসবেন বা যাঁরা আসছেন, তাঁরা থাকবেনই–বা কেন?
গত ১৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের নতুন নিয়োগ বিধিমালা-২০২৩-এ এটিইও পদের নিয়োগসংক্রান্ত বিষয়গুলো স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে। নতুন নিয়োগ বিধিমালার পর এটিইও পদের স্থগিত হওয়া বিজ্ঞপ্তির কী হবে, এ বিষয়ে জানতে পিএসসিতে যোগাযোগ করা হলে পিএসসির একটি সূত্র প্রথম আলোকে জানায়, এটিইও পদে আবেদনকারী কিছু প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে রিট করেছেন। তাঁদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে। যেহেতু আদালতের স্থগিতাদেশ রয়েছে, তাই এখন আমাদের কিছুই করার নেই। তিন মাস পর আদালত যে আদেশ দেবেন, সেই আদেশ অনুযায়ী নিয়োগ কার্যক্রম চলবে।
যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে পিএসসি সূত্র জানায়, আদালতের আদেশ পাওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হবে। নতুন নিয়োগ নীতিমালা অনুযায়ী, ১০ বছরের অভিজ্ঞ শিক্ষকেরা আবেদন করতে পারবেন। যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের আবেদন যাচাই-বাছাই করা হবে। নতুন নিয়োগ নীতিমালার শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হবে।
নতুন নিয়োগ বিধিমালা অনুযায়ী, এটিইও পদে আবেদনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স কমপক্ষে ৩০ বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত পদে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ওই পদে সাধারণ প্রার্থী থেকে নিয়োগ দেওয়া হবে।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে ২৬ জুন আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষ দিন ছিল গত ৩১ জুলাই। আবেদনের শেষ তারিখের ঠিক এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়।
এটিইও পদে আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বিভ্রান্তিতে ছিলেন চাকরিপ্রার্থীরা। সরকারি বিধি অনুযায়ী, বিভাগীয় প্রার্থীদের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পিএসসির আবেদন পোর্টালে টেলিটকের সিস্টেমে যাঁদের শিক্ষকতার অভিজ্ঞতা দুই বছরের কম ছিল, তাঁরাও আবেদনের সুযোগ পেয়েছেন এবং অনেকে আবেদন করেছেন। এ বছর প্রাথমিকে যোগ দেওয়া নতুন শিক্ষকেরাও আবেদন করেছেন।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদটি দশম গ্রেডের। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬০০০-৩৮৬৪০ টাকা।