প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ২০৬৩
প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬৩ জন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ৫ মে অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার সময়, কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে খুদেবার্তার মাধ্যমে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এমসিকিউ পরীক্ষার ফলাফল দেখা যাবে এ লিংকে।