মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই পদের মৌখিকের সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ল্যাব অ্যাটেনডেন্ট (গ্রেড-২০) ও ল্যাব সহকারী (গ্রেড-১৪) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ল্যাব অ্যাটেনডেন্ট পদের মৌখিক পরীক্ষা আগামী ১০ অক্টোবর থেকে শুরু, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এই পদে মোট প্রার্থী ১৯৪ জন।

ল্যাব সহকারী পদের মৌখিক পরীক্ষা ১৬ অক্টোবর থেকে শুরু, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। এই পদে মোট প্রার্থী ২৩০ জন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ৪১ সেগুনবাগিচা, ঢাকায় সকাল সাড়ে ৯টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণ করা আবেদনপত্রের কপিসহ সব সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এখানে

আরও পড়ুন