বিমান বাংলাদেশের স্থগিতকৃত পরীক্ষার বাছাই ও লিখিত পরীক্ষার সূচি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ১ মার্চে স্থগিতকৃত কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ মার্চে ঢাকার তিন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩০০২২০১-১৩০০৪০০০ রোল নম্বরের প্রার্থীরা রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩/৩ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকায়; ১৩০০৪০০১-১৩০০৬৫০০ রোল নম্বরের প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকায় এবং ১৩০০৬৫০১–১৩০০৭০০০ রোল নম্বরের প্রার্থীরা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। সকাল সাড়ে ১০টা শুরু হবে পরীক্ষা।

স্থগিতকৃত কেন্দ্র ২টির নির্ধারিত প্রার্থীদের ডাউনলোডকৃত প্রবেশপত্রসহ ১৫ মার্চ শনিবার সকাল ১০টার মধ্যে রোল নম্বর অনুযায়ী নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রার্থীদের যা অনুসরণ করতে হবে—

*পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং কক্ষ পরিদর্শককে প্রবেশপত্র দেখাতে হবে;

*প্রবেশপত্রের ছবির সঙ্গে মূল আবেদনপত্রে প্রদত্ত ছবির মিল থাকতে হবে;

আরও পড়ুন

*পরীক্ষার্থীরা অবশ্যই পরীক্ষার হলে বল পয়েন্ট কলম নিয়ে প্রবেশ করবেন। পেনরসিল নিয়ে প্রবেশ নিষেধ;

*মোবাইল ফোন, ক্যালকুলেটর, যেকোন ইলেকট্রনিক ডিভাইস (ডিজিটাল ঘড়িসহ) পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

নির্ধারিত দিন ১৫ মার্চ পরীক্ষা শুরু হওয়ার (সকাল ১০.৩০ ঘটিকা) পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন
আরও পড়ুন