বিমানের এমটি অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১২ মার্চ

প্রতীকী ছবি: প্রথম আলো

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ১২ মার্চ শুরু হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদের ব্যবহারিক পরীক্ষা ১২ মার্চ শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের যানবাহন বিভাগ (এমটি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৮ নম্বর গেট–সংলগ্ন), কুর্মিটোলা, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

পরীক্ষার সময় যেসব কাগজ আনতে হবে

লিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন প্রিন্ট (দুই কপি), ড্রাইভিং লাইসেন্স ও এ–সংক্রান্ত সব ডকুমেন্টসের মূল কপি এবং স্বচ্ছ ও স্পষ্ট এক সেট করে ফটোকপি।

জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি, এসএসসি বা সমমান সনদের (সার্টিফিকেট) মূল কপি এবং এক সেট করে সত্যায়িত ফটোকপি, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অভিজ্ঞতা সনদের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি।

আরও পড়ুন

ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে