বিমান বাংলাদেশ–এর গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের বাছাই ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিমান বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে ৯টার পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোনো ধরনের ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না।
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নম্বর: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৩–৯৪ তারিখ ১৭/০৪/২০২৩–এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাঁদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল (রোল নম্বর ১৮০২৭৩৬০ থেকে ১৮০৩০৮৫৯ পর্যন্ত) এবং নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নম্বর-৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৩-২৬৮ তারিখ: ১২/১২/২০২৩ ও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নম্বর-৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৪-৮৯৮ তারিখ: ০২/১২/২০২৪ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নম্বর: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৪-৭৯৫ তারিখ ২৯/০৯/২০২৪ ও সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নম্বর: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৪-৮২১ তারিখ: ১৪/১০/২০২৪–এর পরিপ্রেক্ষিতে ফ্লাইট স্টুয়ার্ড ও ফ্লাইট স্টুয়ার্ডেস পদে স্ক্রিনিং (উচ্চতা, ওজন ও মেডিকেল ফিটনেস) টেস্টে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আইকিউ ও লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে এসএমএস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট ও www.biman-airlines.com–এর Career পেজে প্রকাশিত হবে।