এসআই ও সার্জেন্ট নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েও বঞ্চিতদের মানববন্ধন

বাংলাদেশ পুলিশের ৩৮, ৩৯ ও ৪০তম সাব-ইন্সপেক্টর এবং ২৬তম সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও যাঁরা নিয়োগ পাননি, নিয়োগের দাবিতে চার দিন ধরে মানববন্ধন করছেন তাঁরা। ১৭ আগস্ট পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেছেন তাঁরা। ১৮ ও ১৯ আগস্ট এবং আজ মঙ্গলবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন প্রার্থীরা।

আরও পড়ুন

মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ‘২৬তম সার্জেন্ট এবং ৩৮, ৩৯ ও ৪০তম এসআই নিয়োগে আমরা সাতটি ধাপ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ফিল্ড টেস্ট, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ভাইভায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হই। পরে মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশনে তিন ব্যাচ মিলে এসআই নিয়োগে ৬৫ জনকে এবং ২৬তম সার্জেন্ট নিয়োগে ৫২ জনকে অজানা কারণে নিয়োগ দেওয়া হয়নি। আমরা নিয়োগবঞ্চিত হয়েছি। দুর্নীতি ও নিয়োগ–বাণিজ্যের কাছে আমরা হেরে গেছি।’

প্রার্থীরা আরও বলেন, ‘আমাদের অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে ট্রেনিংয়ে পাঠানো হোক এবং এর সঙ্গে আর যেন নিয়োগ–বাণিজ্য না হয়, তার জন্য আগের কমিটির অপসারণের দাবি জানাচ্ছি। মেডিকেল ও ভেরিফিকেশন নামক প্রহসন দেখিয়ে আমাদের বাদ দিয়েছে। আমাদের নিয়োগ দেওয়া হোক এবং দ্রুত আমাদের ট্রেনিংয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক।’

আরও পড়ুন
আরও পড়ুন