রাজউকের ১০ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাংগঠনিক কাঠামোর আওতায় ১০ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

রাজউকের পরিচালক (প্রশাসন) (যুগ্ম সচিব) শারমিন জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ ক্যাটাগরির পদের মধ্যে উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষা আগামী ৩ মার্চ; সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা ৪ মার্চ এবং হিসাবরক্ষক, নথিরক্ষণ কর্মকর্তা, নিরীক্ষক, ফটোগ্রাফার, সার্ভেয়ার, অপারেটর ও লিফটম্যান পদের লিখিত পরীক্ষা ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা ঢাকার ইডেন মহিলা কলেজে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সঠিক আবেদনকারীদের এই ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান ইত্যাদিসংবলিত প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আবেদনকারীদের প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।

আরও পড়ুন

নিয়োগ পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্য ও ফলাফল রাজউকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য ২০১৯ ও ২০২০ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজউক।