রাজউকের ১০ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাংগঠনিক কাঠামোর আওতায় ১০ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
রাজউকের পরিচালক (প্রশাসন) (যুগ্ম সচিব) শারমিন জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ ক্যাটাগরির পদের মধ্যে উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষা আগামী ৩ মার্চ; সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা ৪ মার্চ এবং হিসাবরক্ষক, নথিরক্ষণ কর্মকর্তা, নিরীক্ষক, ফটোগ্রাফার, সার্ভেয়ার, অপারেটর ও লিফটম্যান পদের লিখিত পরীক্ষা ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা ঢাকার ইডেন মহিলা কলেজে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সঠিক আবেদনকারীদের এই ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান ইত্যাদিসংবলিত প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আবেদনকারীদের প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।
নিয়োগ পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্য ও ফলাফল রাজউকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য ২০১৯ ও ২০২০ সালে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজউক।