সাধারণ বীমা করপোরেশনের মৌখিক পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর
সাধারণ বীমা করপোরেশনের নবম গ্রেডের সহকারী ম্যানেজার ও সহকারী ম্যানেজার (প্রকৌশল) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ম্যানেজার ও সহকারী ম্যানেজার (প্রকৌশল) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রতিদিন ২ সেশনে ১৫ জন করে মোট ৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয় ৩৩ দিলকুশা বা/এ, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রাথমিক বাছাই পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন আবেদনের কপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয়তা/নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি।
প্রার্থীদের জন্য নির্দেশনা
মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘণ্টা আগে প্রার্থীদের তাঁদের সংশ্লিষ্ট কাগজপত্র/দলিলাদিসহ চেকিং বোর্ডের কাছে রিপোর্ট করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রাথমিক বাছাই পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। নির্ধারিত কাগজপত্র ছাড়া সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে