জাতীয় সংসদ সচিবালয়ের একটি পদের পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের দশম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষার কেন্দ্র, সময়সূচি, আসনব্যবস্থা ও নির্দেশনাবলি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত কর্মকর্তা পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৫ মে রাজধানীর দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯৯৪ জন।
পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হবে। প্রশ্নপত্র বিতরণের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এ লিংকে (http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/3e7c0459_8267_4ed7_8af9_7cdf73f803a4/Image_180.pdf)।