ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তিন পদের পরীক্ষা স্থগিত
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুক, স্টোর কিপার ও স্টোর হেল্পার পদে ২৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।