১৮তম শিক্ষক নিবন্ধনের ফলপ্রত্যাশীরা বিশেষ বিজ্ঞপ্তি চান না
১৮তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা বিশেষ বিজ্ঞপ্তি না প্রকাশ করার দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে। এ দাবিতে বুধবার রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় মানববন্ধন করেছেন প্রার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভাগীয় শহরসহ রংপুর, বরিশাল, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ ও কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ কার্যক্রম চলমান রেখে আরেকটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা অবৈধ এবং এনটিআরসিএর আইনের বিরোধী। ১৮তমদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হোক।
এনটিআরসিএ ১-১২তম মেয়াদ উত্তীর্ণ সনদধারী এবং ৩৫ বছরের বেশি বয়সী লোকদের নিয়োগের জন্য যে বিশেষ বিজ্ঞপ্তির অযৌক্তিক প্রস্তাব করেছে, সেটি বাতিল করতে হবে। এ বিশেষ বিজ্ঞপ্তি জারির কার্যক্রম বাতিল করার দাবি জানাচ্ছি।
এ সময় প্রার্থীরা ৯ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ১৮তম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো ‘বিশেষ বিজ্ঞপ্তি’ জারি করা যাবে না। ১৮তম পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করে অক্টোবরে ভাইভা নিতে হবে এবং দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। শিক্ষকসংকট দূরীকরণে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের অগ্রাধিকার দিতে হবে। ৬০ হাজার জাল সনদধারী শিক্ষকের নিয়োগ বাতিল করতে হবে। এনটিআরসিএর পরিপত্র অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডিসেম্বরের মধ্যে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। অটো এমপিও চালু করতে হবে। ১ থেকে ১২তমদের জন্য আদালতের রায় বহাল থাকবে এবং বৈষম্যমূলক বিশেষ বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে।