ইসলামিক ফাউন্ডেশনে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান শুরু
ইসলামিক ফাউন্ডেশনে নবম ও তদূর্ধ্ব গ্রেডে সুপারিশ পাওয়া প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত প্রার্থীদের ১৫ জানুয়ারি যোগদান করতে হবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ ও বাছাই কমিটি-১–এর সভার সুপারিশ এবং সন্তোষজনক গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের নবম ও তদূর্ধ্ব গ্রেডে জনবল নিয়োগের লক্ষ্যে সুপারিশকৃত কর্মকর্তা পদের নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হয়েছে।
প্রার্থীদের ১৫ জানুয়ারি অফিস চলাকালে নিয়োগপত্রের ১, ৫ ও ১০ নম্বর ক্রমিকে বর্ণিত শর্ত অনুযায়ী সশরীর মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। এ ছাড়া নিয়োগপত্র ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
সুপারিশকৃত সব কর্মকর্তাকে ১৫ জানুয়ারি যোগদান করার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। ওই দিন কেউ যোগদান করতে ব্যর্থ হলে তাঁর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
ইসলামিক ফাউন্ডেশন ২০১৮ সালের ২৬ আগস্ট উপপরিচালক, সহকারী পরিচালক, মেডিকেল অফিসার, প্রোগ্রাম অফিসারসহ ১৭ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সে সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের পরীক্ষা না নিয়ে আগের নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা বাড়িয়ে ২০২৩ সালের ১৫ জানুয়ারি ২১ ক্যাটাগরির পদের বিপরীতে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে তাঁদের পরীক্ষা নেওয়া হয়।
নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাঁরা ২০১৮ সালের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। তাই যাঁরা ২০১৮ সালে আবেদন করেছিলেন, তাঁরা আবেদনের পাঁচ বছর পর নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রার্থীদের সঙ্গে পরীক্ষা দেওয়ার প্রবেশপত্র পান। সে সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের অনেকের চাকরির বয়স শেষ। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ বছর পেরিয়ে গেলেও দীর্ঘ দিনেও নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন চাকরিপ্রার্থীরা। এ নিয়ে গত ২২ ডিসেম্বর প্রথম আলোতে ‘ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগপ্রক্রিয়া পাঁচ বছরেও শেষ হয়নি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।