বিসিএসে ভাইভার নম্বর ১০০ হচ্ছে, কার্যকর ৪৪তম বিসিএস থেকেই
বিসিএসে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ থেকে ১০০ হচ্ছে। আজ বুধবার সচিব কমিটি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে। ৪৪তম বিসিএস থেকেই কার্যকর হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন প্রথম আলোকে জানান, বিসিএসের ভাইভার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হচ্ছে। আজ সচিব কমিটিতে এ সিদ্ধান্ত হয়েছে।
কিছুদিন আগে থেকেই ভাইভার নম্বর কমানোর উদ্যোগ নিয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের হয়। পিএসসি চায় এ নম্বর ১০০ করতে। সে ক্ষেত্রে বিসিএসের মোট ১১০০ নম্বরের পরিবর্তে ১০০০ নম্বর হবে।
পিএসসির পক্ষ থেকে এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। পিএসসির একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। ওই সূত্র বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবের অনুমোদন পেলে বিসিএসের মৌখিক পরীক্ষায় এটি কার্যকর হবে। ৪৪তম বিসিএস থেকেই এটি শুরু হতে যাচ্ছে।