কোরামের অভাবে সিদ্ধান্ত নিতে পারছে না পিএসসি
সরকারি কর্ম কমিশন (পিএসসি) নতুনভাবে গঠিত হয়েছে। নতুন চেয়ারম্যান আর নতুন চার সদস্য মিলে সদস্যসংখ্যা এখন ৫। পিএসসির কোনো সিদ্ধান্ত বা সভা করতে গেলে ৬ জন সদস্যের কোরাম দরকার হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই শূন্যতা দ্রুতই পূরণ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয় নিয়ে জানতে চাইলে জনপ্রসাশনের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পিএসসির বিষয়টি নিয়ে কাজ চলছে। শিগগিরই আরও কয়েকজন সদস্য নিয়োগ দেওয়া হবে। যাঁদের নিয়োগ নিয়ে কথা হচ্ছে, তাঁদের সিভি পর্যালোচনা চলছে।
এ বিষয় নিয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান বলেন, কোরাম পূর্ণ হলেই আমরা সভায় সিদ্ধান্ত নিতে পারব। সেটি দ্রুতই হবে বলে আশা করছি।