প্রবাসীকল্যাণ ব্যাংকের অফিস সহায়ক পদে পরীক্ষা ৫ মে, প্রার্থী ৪৪,৩৫৫ জন
প্রবাসীকল্যাণ ব্যাংকের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি, পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ব্যাংকের ওয়েসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষা আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
অফিস সহায়ক পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ হাজার ৩৫৫। পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এ লিংকে।