বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ছয়টি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিনিয়র প্রোগ্রামার, সহকারী শরীরচর্চা প্রশিক্ষক, ফোরম্যান (সিভিল), ড্রাফটসম্যান/ড্রাফটসম্যান কাম ক্যাড অপারেটর, বিদ্যুৎ কারিগর ও অটো-ইলেকট্রিশিয়ান (যানবাহন বিদ্যুৎ কারিগর) পদের লিখিত পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

রাজধানীর কুর্মিটোলার সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৭৯ জন।

২০২৩ সালের ২৮ মার্চ এ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে লিখিত পরীক্ষার সময়সূচির বিষয়ে ইতোমধ্যে খুদে বার্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে