বেজোসই প্রথম ২০ হাজার কোটি ডলার সম্পদের মালিক

  • আরও ধনী হলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি জেফ বেজোস। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০ হাজার কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

  • গতকাল বুধবার বেজোসের সম্পদের পরিমাণ হয়েছে ২০ হাজার ৪৬০ কোটি ডলার।

  • এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত আমাজনের শেয়ারের দর বেড়েছে ৮০ শতাংশ।

জেফ বেজোস
ছবি: রয়টার্স

আরও ধনী হলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি জেফ বেজোস। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০ হাজার কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছেন তিনি। গতকাল বুধবার জেফ বেজোসের কোম্পানি আমাজন ডটকমের শেয়ারের দর ২ শতাংশ বেড়ে যায়। এতে বেজোসের নিট সম্পদ এক দিনেই ৪৯০ কোটি ডলার বাড়ে। এর মধ্য দিয়ে ৫৬ বছর বয়সী বেজোস হয়ে যান বিশ্বের প্রথম ব্যক্তি, যাঁর সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলার।

গতকাল বুধবার বেজোসের সম্পদের পরিমাণ হয়েছে ২০ হাজার ৪৬০ কোটি ডলার। বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেটসের চেয়ে এখন প্রায় ৯ হাজার কোটি ডলার বেশি সম্পদের মালিক বেজোস। বিল গেটসের সম্পদের পরিমাণ ১১ হাজার ৬১০ কোটি ডলার। এমনকি মূল্যস্ফীতি সামঞ্জস্য করলেও বেজোসের সম্পদ এতটাই থাকবে বলে মনে করছে ‘ফোর্বস’।

করোনার কারণে লকডাউন ও বিধিনিষেধের মধ্যে সবচেয়ে বড় উপকারভোগীদের মধ্যে রয়েছে আমাজন, অ্যাপল, ফেসবুক ও গুগল। কারণ এই সময়ে মানুষ অনেক বেশি অনলাইনে কেনাকাটা করেছে, ভিডিও দেখেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কাটিয়েছে। এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত আমাজনের শেয়ারের দর বেড়েছে ৮০ শতাংশ। বর্তমানে বেজোসের সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলার পার করেছে, যা জানুয়ারিতে ছিল ১১ হাজার ৫০০ কোটি ডলার। আমাজন ছাড়াও ওয়াশিংটন পোস্ট, মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের মালিক জেফ বেজোস। এ ছাড়া আরও অনেক বেসরকারি বিনিয়োগ রয়েছে তার।

বেজোস ও তাঁর সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি
ছবি: রয়টার্স

গত বছর বেজোসের বিবাহবিচ্ছেদ ও শেয়ারের দাম কমে যাওয়ার কারণে অনেকেই ধারণা করেছিলেন, বেজোস শীর্ষ স্থান হারাবেন। বিশেষ করে বিবাহবিচ্ছেদের কারণে বেজোসের বিপুল সম্পদ হাতছাড়া হয়েছে। মূলত কোম্পানিতে তাঁদের দুজনের যৌথ শেয়ার ছিল। এর ৭৫ ভাগ ছিল জেফ বেজোসের। বাকিটা তাঁর সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের। এই শেয়ারের পাশাপাশি ম্যাকেঞ্জি আমাজনের ৪ শতাংশ হিস্যাও পেয়েছেন। তাই সব মিলিয়ে বিবাহবিচ্ছেদ বাবদ ম্যাকেঞ্জি পেয়েছেন ৩ হাজার ৭০০ কোটি ডলার। ম্যাকেঞ্জি এখন বিশ্বের অন্যতম ধনী।

মার্ক জাকারবার্গ
ছবি: রয়টার্স

তবে কেবল বেজোস নন, ফুলেফেঁপে উঠছে অন্য প্রযুক্তি সংস্থাগুলোও। গত মঙ্গলবার বেড়েছে মার্ক জাকারবার্গের ফেসবুকের শেয়ারের দরও। এতে এক দিনেই জাকারবার্গের সম্পদের পরিমাণ ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার বেড়ে গেছে। জাকারবার্গের সম্পদের পরিমাণ ১০ হাজার ৩১০ কোটি ডলার। পরের দিনও এই উত্থান অব্যাহত থাকে। গতকাল শেয়ারের দর বেড়ে জাকারবার্গের সম্পদের পরিমাণ হয়েছে ১০ হাজার ৯০০ কোটি ডলার।