দেশের সব জেলায় টিসিবির পণ্য বিক্রি হচ্ছে

টিসিবি

নিম্ন আয়ের মানুষের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনিসহ কয়েকটি পণ্য বিক্রি করে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সম্প্রতি এই কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে।

টিসিবির কর্মকর্তারা জানান, সংস্থাটি আগে ঢাকা শহরের ৫০টি ও চট্টগ্রামের ২০টি স্থানে পণ্য বিক্রি করত। প্রতিটি ট্রাকে ২০০ জনের জন্য পণ্য থাকত। এখন স্থানের সংখ্যা ও পণ্যের পরিমাণ—দুটোই বাড়ানো হয়েছে।

বর্তমানে দেশের সব কটি জেলাতেই টিসিবির ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। আর প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন পণ্য কিনতে পারছেন।

টিসিবির মুখপাত্র হ‌ুমায়ূন কবির জানান, ৫ মার্চ থেকে ৬৪ জেলাতেই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। রমজান উপলক্ষে পণ্য বিক্রির এ পরিধি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এখন ঢাকা শহরের ৫০টি স্থানে, চট্টগ্রাম শহরের ২০টি স্থানে, বিভাগীয় শহরের ১০টি স্থানে ও জেলা শহরের ৫টি করে স্থানে টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে।

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারেন। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও ৫০০ গ্রাম খেজুর ৭৮ টাকায় বিক্রি করা হয়। বিদ্যমান বাজারমূল্যের চেয়ে প্রায় ৪০০ টাকা কমে এসব পণ্য কিনতে পারেন ক্রেতারা। তাই টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে প্রতিদিন দীর্ঘ লাইন পড়ে।

এ দিকে গত ফেব্রুয়ারির শুরুতে সারা দেশে ৫৭ লাখ পরিবারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করেছিল টিসিবি। এর সঙ্গে নতুন করে আরও ছয় লাখ স্মার্টকার্ড তৈরি করে বিতরণের প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। টিসিবির কর্মকর্তারা জানান, ইতিমধ্যে দুই লাখ স্মার্টকার্ড স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো হয়েছে। বাকি কার্ডও দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানোর চেষ্টা করা হবে।