আদানিকে পেছনে ফেলে আবারও শীর্ষে মুকেশ আম্বানি

এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি
ফাইল ছবি: রয়টার্স

গৌতম আদানিকে পেছনে ফেলে আবারও এশিয়ার শীর্ষ ধনী এখন ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। শুক্রবার তাঁর সম্পদমূল্য দাঁড়ায় ৯৯ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৯ হাজার ৯৭০ কোটি ডলার। প্রতিদ্বন্দ্বী গৌতম আদানির সঙ্গে তাঁর সম্পদের পার্থক্য ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার। অর্থাৎ আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির সম্পদের পরিমাণ ৯৮ দশমিক ৭ বিলিয়ন বা ৯ হাজার ৮৭০ কোটি ডলার।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে। ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ৬৫ বছর বয়সী আম্বানির অবস্থান এখন অষ্টমের পরের স্থানে অর্থাৎ নবম স্থানে আছেন ভারতের অপর শীর্ষ ধনী গৌতম আদানি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলার বেড়েছে, যেখানে আদানির সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। গতকাল শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আম্বানির সম্পদ বৃদ্ধি পেয়েছে। গত দুই কার্যদিবসে রিলায়েন্সের শেয়ারের দর ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ বছরের প্রথম প্রান্তিকে রিলায়েন্সের আয় ২২ দশমিক ৫ শতাংশ বেড়ে যাওয়ায় আম্বানির সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ২০৩ কোটি।

১৯৫৭ সালের ১৯ এপ্রিল জন্মগ্রহণ করেন মুকেশ আম্বানি। ভারতীয় এই ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও বৃহৎ শেয়ারের মালিক। রিলায়েন্স ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির একটি এবং বাজারমূল্যের দিক থেকে ভারতের সবচেয়ে শক্তিশালী কোম্পানি। আম্বানি এই কোম্পানির ৪৪ দশমিক ৭ শতাংশ শেয়ারের মালিক। রিলায়েন্স মূলত পরিশোধন, পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাস নিয়ে কাজ করে। রিলায়েন্সের অঙ্গপ্রতিষ্ঠান রিলায়েন্স রিটেইল লিমিটেড, ভারতের বৃহত্তম খুচরা বিক্রেতা।