ইলন মাস্কের টেসলার দাম কত পড়বে ভারতের বাজারে
ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা করতে যাচ্ছেন—এই জল্পনা এখন ভারত ও যুক্তরাষ্ট্রের আকাশে–বাতাসে; যদিও শুল্কের বিষয়টি রয়েই গেছে এবং সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পও তেমন একটা খুশি নন। ভারতের বাজারে টেসলার দাম কেমন পড়বে, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারতের বাজারে টেসলা নিয়ে এলে আমদানি শুল্কে ২০ শতাংশ ছাড় পাবেন মাস্ক। তারপরও বাজার–সংশ্লিষ্ট মানুষেরা বলছেন, তারপরও পরিবেশবান্ধব ওই মার্কিন গাড়ির দাম পড়বে ৩৫ থেকে ৪০ লাখ রুপি। ফলে মধ্যবিত্তের মধ্যে কতজন মাস্কের গাড়ি কিনতে পারবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে টেসলার সবচেয়ে সস্তা তিন নম্বর মডেলটির কারখানা পর্যায়ের দাম ৩৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০ দশমিক ৪ লাখ রুপি। মাস্কের এই পরিবেশবান্ধব গাড়িটির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর সঙ্গে গাড়ি কেনার ক্ষেত্রে কিছু অতিরিক্ত খরচ আছে, যেমন রাস্তার কর ও বিমা। ফলে সবকিছু যোগ-বিয়োগ করে টেসলার সবচেয়ে সস্তা মডেলটির দাম দাঁড়াবে আনুমানিক ৪০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩৫ থেকে ৪০ লাখ রুপি।
ভারতের বাজারে অন্যান্য কোম্পানির বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি ইতিমধ্যে জনপ্রিয়তা কমেছে। মাহিন্দ্রার এসইভি ৯ই, হুন্ডাইয়ের ই-ক্রেটা ও মারুজি সুজ়ুকির ই-ভিটার মতো বৈদ্যুতিক গাড়ির মডেলগুলোর তুলনায় ২০ থেকে ৫০ শতাংশ বেশি হবে টেসলার গাড়ির দাম। ফলে মাস্কের ব্যাটারিচালিত গাড়ি ভারতের বাজারে এলে এসব কোম্পানির মার খাওয়ার সম্ভাবনা খুবই কম।
টেসলাকে নিয়ে প্রকাশিত রিপোর্টে এর কারণ ব্যাখ্যা করেছে মূল্যায়ন সংস্থা সিএলএসএ। সেখান বলা হয়েছে, ভারতের বাজারে পরিবেশবান্ধব ব্যাটারিচালিত গাড়ির বিক্রি এখনো চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় অনেকটাই কম। গত বছর ভারতের বাজারে মোট যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে ৪৩ লাখ। এর মধ্যে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে মাত্র ৯৯ হাজার ১৬৫টি।
ভারতীয়রা পেট্রল, ডিজেল বা হাইব্রিড মডেলের যাত্রীবাহী গাড়ি বেশি পছন্দ করেন। মাস্কের গাড়ি দ্রুত ক্রেতাদের মন জয় করতে পারবে—এমনটা নয়, দামের কারণেই নয়। এর চাহিদা সম্ভবত সমাজের উচ্চ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ইকোনমিক টাইমসের খবর, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের দিল্লি ও মুম্বাইতে ব্যাটারিচালিত গাড়ি নিয়ে হাজির হবে টেসলা। ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ শুরু করেছেন মাস্ক। ১৮ ফেব্রুয়ারি বহুজাতিক এই কোম্পানি লিঙ্কডইনে একটি চাকরির তালিকা পোস্ট করে। সেখানে মুম্বাই মেট্রোপলিটন এলাকার কনজ্যুমার এনগেজমেন্ট ম্যানেজার পদে নিয়োগের কথা বলা হয়।