এবার মেটায় ছাঁটাই হবে ৫ শতাংশ কর্মী
নতুন বছরেও বিশ্বের প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই করা হবে। বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানি মেটা কাজেকর্মে পিছিয়ে থাকা কর্মীদের মধ্যে ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
কর্মীদের উদ্দেশে লেখা এক মেমোতে মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ বলেছেন, পারফরম্যান্স বা কর্মনৈপুণ্যের ভিত্তিতে কর্মী ছাঁটাইয়ের যে নিয়মিত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ত্বরান্বিত করতে তাঁর এই সিদ্ধান্ত। তিনি ধারণা করছেন, ২০২৫ সালটা মেটার বেশ সরগরম যাবে। যদিও তিনি বলেন, এবার যেসব পদ শূন্য হবে, বছরের শেষভাগে সেই সব শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। খবর বিবিসি
সারা বিশ্বে মেটার ৭২ হাজার কর্মী আছেন। এই নোটে অবশ্য জাকারবার্গ বলেননি, কোন অঞ্চলের কত কর্মী ছাঁটাই করা হবে। মেমোতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব কর্মী এবার কাজ হারাবেন, তাঁরা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে জেনে যাবেন। যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে যাঁরা কাজ হারাবেন, তাঁদের এরপর জানানো হবে।
মেমোতে জাকারবার্গ আরও বলেন, চলতি বছর মেটার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। সে জন্য মেটার কর্মী বাহিনীতে যেন সেরা মানুষেরা থাকেন, সেটা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। কর্মনৈপুণ্যের প্রসঙ্গে তিনি আরও বলেন, চলতি বছর এ ক্ষেত্রে মানদণ্ডটা একটু উঁচুতে ওঠাতে চান তিনি। যাঁরা সেই মানদণ্ড ছুঁতে পারছেন না, তাঁদের কোম্পানি থেকে দ্রুত বিদায় করা হবে।
সম্প্রতি ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাই-বাছাই কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে মেটা। এর বদলে তারা ইলন মাস্কের মালিকানাধীন এক্স-এর মডেলের মতো ‘কমিউনিটি নোটস’ নামে নতুন ব্যবস্থা চালু করছে। এই বাস্তবতায় মার্ক জাকারবার্গ এই ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন।
মার্কিন কর্মসংস্কৃতিতে কর্মনৈপুণ্যভিত্তিক কর্মী ছাঁটাই নিয়মিত প্রক্রিয়া। সব কোম্পানিতেই তা নিয়মিত হয়ে থাকে। সাধারণত বছরজুড়ে এই প্রক্রিয়া চলমান থাকে। কিন্তু এবার মেটা জানিয়েছে, চলতি বছর দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া চলবে।
এবার প্রায় ৩ হাজার ৬০০ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানা গেছে। এই কর্মীদের যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে ২০২৩ সালে মেটায় সবচেয়ে বড় কর্মী ছাঁটাই হয়। সেবার মোট ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়। জাকারবার্গের ঘোষণা অনুসারে, ২০২৩ সাল ছিল দক্ষতা উন্নয়নের বছর। এর আগে ২০২২ সালে তারা ১১ হাজার কর্মী ছাঁটাই করে।
মহামারির পর থেকেই প্রযুক্তি খাতে ছাঁটাই চলছে। ২০২২ ও ২০২৩ সালে রীতিমতো ছাঁটাইয়ের মহোৎসব চলেছে এই খাতে। ২০২৪ সালে এ নিয়ে অত শোরগোল না হলেও প্রযুক্তি খাতের ৪৫৭টি কোম্পানিতে ১ লাখ ৩০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে বলে টেকক্রাঞ্চের খবরে বলা হয়েছে। চলতি বছর টেসলা, অ্যামাজন, গুগল, টিকটক ও মাইক্রোসফটের মতো কোম্পানিতে ছাঁটাই করা হবে বলে জানা গেছে।