ফার্স্ট রিপাবলিকের ধাক্কায় কমেছে আঞ্চলিক ব্যাংকের শেয়ারদর
ফার্স্ট রিপাবলিক ব্যাংকের পতনের পর গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আঞ্চলিক ব্যাংকের শেয়ারের দাম কমেছে। ২০০৮ সালের আর্থিক সংকটের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত এখন সবচেয়ে বড় সংকটে পড়েছে। সেই সংকটের ধাক্কায় গত দুই মাসে যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক ধসে পড়েছে। খবর রয়টার্সের।
গত মার্চে তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়। এর পর থেকেই ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি হয়। আমানতকারী ব্যক্তিরা আঞ্চলিক ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিতে শুরু করেন। এই সংকটে মাঝারি সারির আরও কয়েকটি ব্যাংক ধসে যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে।
যেসব বড় ব্যাংক নিলামপ্রক্রিয়ায় অংশ নিয়েছিল, সেগুলো হলো—সিটিজেন ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন, পিএনজি ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ, জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি। এ ছাড়া ইউএস ব্যাংকিং করপোরেশনকেও ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) দরপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে শেষমেষ জেপি মরগান ব্যাংকটি কিনেছে।
গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের কেবিডব্লিউ আঞ্চলিক ব্যাংকিং সূচকের পতন হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। সিটিজেন ফিন্যান্সিয়াল গ্রুপ, পিএনজি ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ, ট্রুইস্ট ফিন্যান্সিয়াল করপোরেশন, ইউএস ব্যানকর্পের শেয়ারদর ৩ থেকে ৭ শতাংশের মতো কমেছে। ভ্যালি ন্যাশনাল ব্যাংককর্পের মালিকানাধীন ভ্যালি ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দর ২০ শতাংশের বেশি কমেছে।
ফার্স্ট রিপাবলিক ব্যাংক বিক্রি হয়ে গেছে। ব্যাংকটি কিনে নিচ্ছে জে পি মরগান। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সকালেই এই চুক্তি সই হয়। শর্তানুসারে, মার্কিন ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন(এফডিআইসি) ফার্স্ট রিপাবলিকের তত্ত্বাবধান করবে। সে জন্য জেপি মরগান এফডিআইসিকে ১০ দশমিক ৬ বিলিয়ন বা ১ হাজার ৬০ কোটি ডলার দেবে।
এই খবরে জেপি মরগানের শেয়ারের দাম ২ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। ফলে ডাও জোনস সূচকে মার্কিন ব্যাংকিং খাতের মধ্যেই তাদের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। তবে বিনিয়োগকারী ব্যক্তিরা সে দেশের মাঝারি সারির ব্যাংকগুলো সম্পর্কে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন।
বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, এ সময় ফার্স্ট রিপাবলিক ব্যাংকের আমানত ১০ হাজার কোটি ডলারের বেশি কমেছে। তখন থেকেই কার্যত বিষয়টি ছিল সময়ের অপেক্ষা, এফডিআইসি কবে এই ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে।
গত মার্চে তিন দিনের মধ্যে দুটি ব্যাংক বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রে, সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মধ্যম মানের ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে। আগের দুটি ব্যাংকের পথ ধরে এবার ফার্স্ট রিপাবলিক ধসে গেল।