অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৬ লাখ করদাতা
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ইতিমধ্যে ৬ লাখ ছাড়িয়ে গেছে। একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১৩ লাখ অতিক্রম করেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র দাখিল করতে হয় না। আর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও সাবলীল করতে করদাতাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে। সেগুলো বাস্তবায়নের ফলে অনলাইন রিটার্ন দাখিল প্লাটফর্মটি করদাতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে ও দ্রুততার সঙ্গে ২০২৪–২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করে রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন।
গত ৯ সেপ্টেম্বর ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিলের জন্য অনলাইনব্যবস্থা চালু করে এনবিআর। এ বিষয়ে এনবিআরের স্লোগান হচ্ছে, ‘না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে’।
অনলাইনে রিটার্ন জমায় করদাতাদের প্রবল আগ্রহ দেখে এনবিআর আশা করছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরে অনলাইনে অন্তত ১৫ লাখ রিটার্ন জমা পড়বে।