বাজারে এল সুজুকির ৬৪ লাখ টাকার গাড়ি

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা সেন্টারে এক অনুষ্ঠানে গাড়িটির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়ছবি– উত্তরা মোটরসের সৌজন্যে

দেশের বাজারে হাইব্রিড প্রযুক্তির সুজুকি গ্র্যান্ড ভিটেরা ব্র্যান্ডের নতুন গাড়ি বাজারজাত শুরু করেছে উত্তরা মোটরস। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা সেন্টারে অবস্থিত সুজুকি এক্সপেরিয়েন্স সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস।

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও পরিচালক এ বি এম হুমায়ুন কবির নতুন এই গাড়ির বাজারজাতের উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও সুজুকির গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উত্তরা গ্রুপের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উত্তরা গ্রুপ জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই গাড়ি এখন পাওয়া যাবে ছয়টি রঙে। নতুন বাজারজাত উপলক্ষে বিশেষ ছাড়ে গাড়িটি বিক্রি করা হচ্ছে ৬৪ লাখ টাকায়। দেশজুড়ে সুজুকির সাতটি শোরুমে এই গাড়ি পাওয়া যাবে। শোরুমগুলো রয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া ও রংপুরে। এসব বিক্রয়কেন্দ্রে ফ্রি টেস্ট ড্রাইভিংয়েরও সুবিধা পাবেন আগ্রহী ক্রেতারা। নতুন এই গাড়ি কিনলে পাওয়া যাবে ৩ বছর বা ৫৫ হাজার কিলোমিটারের নিশ্চয়তা এবং ৪ বছর পর্যন্ত ফ্রি সার্ভিসিং সুবিধা।