জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে প্রধান অতিথি হিসেবে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন। এর নাম www.npa.gov.bd

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, জাতীয় পেনশন কর্তৃপক্ষ তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করায় অর্থমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে এ ওয়েবসাইট কাজে লাগবে। এ ছাড়া ওয়েবসাইটটিতে হালনাগাদ তথ্য পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান দেশব্যাপী সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রমে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পেনশন কর্তৃপক্ষ ডিজিটাল মাধ্যম ও ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান বলেন, অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে পেনশন কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে আরও বেশি মানুষ সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে পারেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ তথ্যপ্রযুক্তিভিত্তিক (আইটি)। নিবন্ধন থেকে শুরু করে চাঁদা দেওয়াসহ সম্পূর্ণ ব্যবস্থা ওয়েবসাইটে প্রবেশ করে সম্পন্ন করতে হয়। নতুন দপ্তর হিসেবে পেনশন কর্তৃপক্ষের জনবল, দৈনন্দিন কার্যক্রম, দরপত্র নোটিশ, কর্মকর্তাদের কর্মবণ্টন ইত্যাদির আলোকে একটি ওয়েবসাইট তৈরির দরকার ছিল।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসপায়ার টু ইনোভেটের (এটুআই) সঙ্গে যোগাযোগ করে সরকারি প্রতিষ্ঠানের জন্য যে নির্ধারিত ফরম্যাট রয়েছে, তার আঙ্গিকেই তৈরি করা হয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট। এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তৈরি করা হয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে দেশে–বিদেশে বসবাসকারী যে কেউ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। ওয়েবসাইটটি থেকে সরাসরি নিবন্ধনের জন্য এই ওয়েবসাইটে www.upension.gov.bd তে লগইন করতে হবে।