পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯৬৩ পয়েন্টে।
দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫০ পয়েন্টের মতো। গত কার্যদিবস লেনদেন শেষে সূচকটি ৫৩ পয়েন্ট বাড়ে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৫৭০ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এই সময় পর্যন্ত লেনদেন হয় ৪২১ কোটি ৪১ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭ টির। কমেছে ১৩১ টির। অপরিবর্তিত আছে ৪২ টির দর।
দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ফেডারেল ইনস্যুরেন্স ও অগ্রণী ইনস্যুরেন্স।
গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৯৫০ পয়েন্টে। মোট লেনদেন হয় ১ হাজার ৩৭ কোটি টাকা।