ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু শেয়ারবাজারে

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে সপ্তাহ শুরু করেছে দেশের দুই শেয়ারবাজার।

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৩ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭০ পয়েন্ট।

ডিএসইতে দুপুর ১২টা নাগাদ লেনদেন হয়েছে ৪৫৬ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৯৩টির, অপরিবর্তিত আছে ৩৯টির দর।


গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। মোট লেনদেন হয় ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকার।

গত মাসের শেষ থেকে চাঙা দেশের শেয়ারবাজার। চলতি মাসের শেষ সপ্তাহে এসেও এখনো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে। গত সপ্তাহে ডিএসইএক্স বাড়ে ৯১ পয়েন্ট। এর আগের সপ্তাহে সূচকটি ৩৩৯ পয়েন্ট বৃদ্ধি পায়।

অন্যদিকে, সিএসইতে বেলা ১১টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৬৪ টির, অপরিবর্তিত আছে ২৮টির দর।