অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে মুনাফা করেছে রানার অটোমোবাইলস

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে রানার অটোমোবাইলসের। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তাদের শেয়ারপ্রতি আয় ছিল শূন্য দশমিক শূন্য ৫ পয়সা।

এ ছাড়া সামগ্রিকভাবে অর্থবছরের প্রথম ছয় মাসে লোকসানে আছে রানার অটোমোবাইলস। এই সময় তাদের শেয়ারপ্রতি ক্ষতি হয়েছে ৩৭ পয়সা, যদিও আগের অর্থবছরের একই সময়ে তাদের শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ২২ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসির পর্ষদ সভা গতকাল বুধবার প্রকাশিত হয়। এরপর দ্বিতীয় প্রান্তিকের এই অনিরীক্ষিত আর্থিক হিসাব প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জুলাই-ডিসেম্বর সময়ে রানার অটোর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১৪ টাকা ১১ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬৫ টাকা ৫৩ পয়সা; ৩৯ জুন ২০২৪ তারিখে যা ছিল ৬৬ টাকা ৪৯ পয়সা।

ইপিএস বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে রানারের তিন চাকার যানবাহনের ব্যবসা অনেকটা বেড়ে যাওয়া। শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, এ সময় কোম্পানির প্রাপ্য সংগ্রহ বেড়ে যাওয়া এবং ঋণদাতাদের অর্থ পরিশোধ কমে যাওয়া।

গত এক বছরে রানার অটোর শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪০ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৮ টাকা ৮০ পয়সা। আজ সকালে কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়েছে ৩১ টাকা ২০ পয়সায়।

২০২৪ সালে রানার অটো ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে তারা দিয়েছে ১০ শতাংশ, ২০২১ সালে ১০ শতাংশ, ২০২০ সালে ১০ শতাংশ ও ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০১৯ সালে রানার অটো ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।