দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে মালেক স্পিনিংয়ের
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে মালেক স্পিনিংয়ের। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ১৬ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ০৬ পয়সা। এই সময়েও কোম্পানিটির মুনাফা বেড়েছে।
ডিএসইতে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, অক্টোবর-ডিসেম্বর সময়ে কোম্পানিটির বিক্রি অনেকটা বেড়েছে। সে কারণে তাদের গ্রস ও নিট মুনাফা উভয়ই বেড়েছে। শেয়ারপ্রতি আয়ও বেড়েছে। এ ছাড়া কাঁচামাল ও অন্যান্য উপকরণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ কমেছে।
গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২৪ তারিখে যা ছিল ৫৩ টাকা ৭৪ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, সংরক্ষিত আয় বেড়ে যাওয়া।
গত এক বছরে মালেক স্পিনিংয়ের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪২ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ২২ টাকা। আজ বৃহস্পতিবার লেনদেন শুরু হয়েছে ২৩ টাকা ৮০ পয়সায়।
মালেক স্পিনিং ২০২৪ সালে ১০ শতাংশ, ২০২২ সালে ১০ শতাংশ, ২০২১ সালে ১০ শতাংশ ও ২০-১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তারা বোনাস লভ্যাংশ দিয়েছে অনেক আগে। ২০১১ ও ২০১২ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে তারা।