জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা বেড়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা; গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৫৬ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৪৩ টাকা ১২ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ৪৮ টাকা ৫৭ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৭৬ টাকা ৩৫ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ৪৭৪ টাকা ৩৭ পয়সা।
গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২২ সাল থেকে টানা তিন বছর বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, অ্যাপেক্স ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ১৫ কোটি ৭২ লাখ টাকা। অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা।
২০২৩ সালেও কোম্পানিটি নগদ ও বোনাস মিলিয়ে ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল বিনিয়োগকারীদের। ২০২২ সালে নগদ ও বোনাস মিলিয়ে ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা।
গত এক বছরে এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩২০ টাকা; সর্বনিম্ন দাম ১৮৮ টাকা।