ছয় মাসে সাড়ে ১৬ কোটি টাকা লোকসান সি পার্ল রিসোর্টের
শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট ছয় মাসে সাড়ে ১৬ কোটি টাকা লোকসান করেছে। কোম্পানিটি জানিয়েছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) শেয়ারপ্রতি ১ টাকা ৩৭ পয়সা লোকসান করেছে। তাতে এই সময়ে কোম্পানিটির লোকসানের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৫৪ লাখ টাকা।
গত বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত জুলাই–ডিসেম্বরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সভায় গত অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়। আর গতকাল বৃহস্পতিবার তা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে তা শেয়ারধারীদের জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, গত বছরের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে হোটেলটি শেয়ারপ্রতি ৩১ পয়সা লোকসান করেছে। তাতে এই সময়ে হোটেলটির লোকসানের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৭৪ লাখ টাকা। ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ১৬ পয়সা মুনাফা করেছিল। তাতে ওই তিন মাসে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ১৪ কোটি টাকা।
কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন এবং এর ধারাবাহিকতায় সরকার পতনের পরিপ্রেক্ষিতে পর্যটন ও ভ্রমণ খাতের ব্যবসায় বড় ধাক্কা লাগে। এ কারণে চলতি অর্থবছরের প্রথমার্ধের কয়েক মাস ভালো ব্যবসা করতে পারেনি কক্সবাজারে অবস্থিত তারকা মানের সি পার্ল বিচ রিসোর্ট। এ কারণে লোকসান গুনতে হয় কোম্পানিটিকে।
কোম্পানির তথ্য অনুযায়ী, গত অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকের হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা প্রায় ১২৭ শতাংশ কমেছে। আর অর্ধবার্ষিক বিবেচনায় (জুলাই–ডিসেম্বর) এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ১৪৯ শতাংশ।
এদিকে মুনাফা কমার খবরেও গতকাল ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২০ পয়সা বা পৌনে ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়। ছয় মাস আগেও কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৭০ টাকার বেশি। ছয় মাসের ব্যবধানে তা অর্ধেকের বেশি কমে গেছে।