লোকসানে থাকায় লভ্যাংশ দেবে না বিআইএফসি

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ দেবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলত লোকসানে থাকায় বিআইএফসি গত বছরের জন্য লভ্যাংশ দিচ্ছে না। গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা; আগের বছর যা ছিল ৭ টাকা ৫৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ফেব্রুয়ারি।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোয় অস্থিরতা বিরাজ করছে। কয়েকটি ব্যাংকের তারল্যসংকট প্রকট হওয়ার খবরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা আরও খারাপ হয়েছে। কিছু ব্যাংক যখন গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়, তখন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত সরিয়ে নেন অনেক গ্রাহক। এ কারণে ওই সব আর্থিক প্রতিষ্ঠান ঋণ বিতরণ কমাতে বাধ্য হয়। ফলে তাদের আমানত ও ঋণ দুই-ই কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।

পাঁচ বছর ধরেই দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধুঁকছে। বিশেষ করে বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার যখন চারটি আর্থিক প্রতিষ্ঠানের মালিক বনে গিয়েছিলেন, তখন থেকেই সমস্যা প্রকট হতে থাকে। প্রতিষ্ঠান চারটি হলো পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও এফএএস ফাইন্যান্স। সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের জন্য আলোচিত হন পি কে হালদার।

বিআইএফসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিকল্পধারা বাংলাদেশের কার্যকরী সভাপতি আব্দুল মান্নান। অভিযোগ আছে, বিপুল পরিমাণ ঋণ ফেরত না দিয়ে তিনি নিজেই এই কোম্পানিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।