দুয়ার সার্ভিসেসের কিউআইওর চাঁদাগ্রহণ স্থগিত
পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন বা চাঁদা গ্রহণ স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির বিষয়ে খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ২৭ এপ্রিল কিউআইওর মাধ্যমে পাঁচ কোটি টাকা উত্তোলনের জন্য কমিশনে আবেদন করে দুয়ার সার্ভিসেস। এরপর গত জুনে বিএসইসির ৯১১তম সভায় দুয়ার সার্ভিসেসকে শর্তসাপেক্ষে অভিপ্রায়পত্র (লেটার অব ইন্টেন্ট) এবং ডিসেম্বরে অনুষ্ঠিত কমিশনের ৯৩৪তম সভায় কোম্পানিটিকে সম্মতিপত্র (কনসেন্ট লেটার) দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় কিউআইও অফারের শেয়ার বরাদ্দের জন্য চলতি বছরের ১৯ থেকে ২৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করে দুয়ার সার্ভিসেস।
তবে সম্প্রতি দুয়ার সার্ভিসেসের সঙ্গে প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্রাহকের সেবা প্রদানসংক্রান্ত চুক্তি এবং কোম্পানির আয় ও মুনাফাসংক্রান্ত বিভিন্ন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে; এসব বিষয় বিএসইসির নজরে এসেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিএসইসি বলেছে, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দুয়ার সার্ভিসেসের সার্বিক বিষয়ে খতিয়ে দেখতে কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।