চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান স্ত্রী–সন্তানদের ৩৫ কোটি টাকার শেয়ার উপহার দেবেন

শেয়ারবাজারপ্রতীকী ছবি

দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর কবির তাঁর স্ত্রী–সন্তানদের প্রায় ৬০ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। পাশাপাশি কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর সন্তানকে ১৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। গতকাল মঙ্গলবার আলমগীর কবির তাঁর দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে এবং জাহাঙ্গীর আলম তাঁর ছেলেকে এসব শেয়ার উপহার দেওয়ার কথা জানিয়েছেন। সম্পর্কে জাহাঙ্গীর আলম ও আলমগীর কবির দুই ভাই। এই দুই ভাই মিলে তাঁদের পরিবারের ছয় সদস্যকে ৭৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক হিসেবে নিয়ম অনুযায়ী এই শেয়ার হস্তান্তরের কথা জানানো হয়। গতকালই এই তথ্য দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, আলমগীর কবির তাঁর স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ, আর চার সন্তানের মধ্যে ছেলে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার, অপর তিন সন্তানের মধ্যে মেয়ে রাইসা কবির, ছেলে রায়হানুল কবির ও মেয়ে নুসাইবা কবিরকে ৫ লাখ করে মোট ১৫ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকার বাজারে গতকাল দিন শেষে ক্রাউন সিমেন্টের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে স্ত্রী–সন্তানদের উপহার দেওয়া শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা। এর বাইরে জাহাঙ্গীর আলম তাঁর ছেলে সালেহীন মুশফিক সাদাফকে প্রায় ৭ কোটি টাকার বাজারমূল্যের ১৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। তাতে সব মিলিয়ে দুই ভাই তাঁদের পরিবারের সদস্যদের প্রায় ৩৫ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন।

কোম্পানি সূত্রে জানা যায়, স্ত্রী–সন্তানদের ধীরে ধীরে ব্যবসায় যুক্ত করার অংশ হিসেবে শেয়ার উপহার দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলমগীর কবিরের চার সন্তানের মধ্যে সোলায়মান কবির এরই মধ্যে ব্যবসায় যুক্ত রয়েছেন, তবে তিনি কোম্পানির পর্ষদে নেই। তাঁকে পর্ষদে যুক্ত করতে ন্যূনতম শেয়ার ধারণের শর্তপূরণে সর্বোচ্চ ২৯ লাখ ৭০ হাজার শেয়ার উপহার দেওয়া হচ্ছে। এই শেয়ার উপহার পেলে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধান অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধন অনুপাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হয়। এই শর্ত পূরণ করে স্ত্রী–সন্তানদের ধীরে ধীরে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত করতে শেয়ার উপহার দিচ্ছেন আলমগীর কবির।

শেয়ার উপহারের বিষয়ে জানতে চাইলে আলমগীর প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক সিদ্ধান্তে আমরা আমাদের কিছু ব্যবসার সঙ্গে উত্তরাধিকারদের যুক্ত করতে চাই। সে জন্য তাদের প্রস্তুত করতে সময় লাগবে। তারই অংশ হিসেবে স্ত্রী ও চার সন্তানকে কিছু শেয়ার উপহার দেওয়া হচ্ছে। এর মধ্যে ছেলে সোলায়মান কবির আগে থেকেই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। তাই তাকে ন্যূনতম ২ শতাংশ শেয়ার দেওয়া হচ্ছে, যাতে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত হতে আইনি কোনো বাধ্যবাধকতা না থাকে।’ আলমগীর কবির আরও বলেন, ‘আমরা নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করছি। তাই সন্তানদের পুরোনো ব্যবসাগুলো দায়িত্ব দিয়ে আমরা নতুন ব্যবসায় বেশি সময় দিতে চাই।’

বর্তমানে ক্রাউন সিমেন্টের শেয়ারধারীদের মধ্য থেকে পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মনজু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা ও পরিচালক আলমাস শিমুল। এই পাঁচজনের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগীর কবির ও আলমাস শিমুল তিন ভাই। আর মোল্লা মোহাম্মদ মনজু ও মিজানুর রহমান মোল্লা দুই ভাই। আবার সম্পর্কে এই পাঁচজন মামাতো–ফুফাতো ভাই।  ক্রাউন সিমেন্ট  ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।